টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলাধীন ফলদা ইউনিয়নের ফলদা গ্রামে মনোরম স্থানে ঝিনাই নদীর তীরে প্রতিষ্ঠানটি অবস্থিত। দক্ষিণ পার্শ্বে গোপালপুর-ভূঞাপুরের পাকা সড়ক।
অত্র এলাকায় কোন প্রকার মাধ্যমিক অথবা নিম্ন মাধ্যমিক স্তরের বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষার কোন সুযোগ ছিল না। সম্ভ্রান্ত হিন্দু পরিবারের গৌর কিশোর দত্ত বিষয়টি উপলব্ধি করেন এবং নিজ গ্রাম ফলদায় তার পিতা রামসুন্দর দত্তের স্মৃতিকে ধরে রাখার জন্য ১৯২৫ সনে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি নিজ বাড়ির সম্মুখে নিজস্ব জমিতে প্রতিষ্ঠা করেন। বর্তমানে ভূঞাপুর উপজেলার মধ্যে বিদ্যালয়টি একটি স্বনামধন্য প্রাচীনতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত।
১১ সদস্য বিশিষ্ট নিয়মিত কমিটি বিদ্যমান। যা গঠনের তারিখ ৩১-০৫-২০১১ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ৩০-০৫-২০১৩ ইং।
সন | পাশের হার |
২০০৭ | ৩৭.২৭% |
২০০৮ | ৯৭.২২% |
২০০৯ | ৩৪.২৪% |
২০১০ | ৭৬.৪৭% |
২০১১ | ৯০.৪৮% |
নাই
বিদ্যালয়টি পাবলিক পরীক্ষার ফলাফল প্রতি বছরই জি.পি.এ ৫ সহ অত্যন্ত সন্তোষজনক। এই সুনামের জন্য বিদ্যালয়টি একাধিকবার সেকায়েপ প্রকল্পের আওতায় উদ্দীপনা পুরস্কার প্রাপ্ত হয়।
শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে বিদ্যালয়টির পাবলিক পরীক্ষাসহ জেএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন ও একটি মডেল বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করা।
গ্রাম- ফলদা, ডাকঘর- ফলদা, উপজেলা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল।
আছে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS