Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরনী

ভূঞাপুর উপজেলা পরিষদের মে/২০১৩ইং মাসের বিশেষ সভার কার্যবিবরণীঃ

 

 

সভাপতিঃ আলহাজ্ব মোঃ শামছুল হক তালুকদার

             চেয়ারম্যান,

              উপজেলা পরিষদ

              ভূঞাপুর, টাংগাইল ।

 

সভার স্থান            ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ

তারিখ                ঃ ১৬-০৫-২০১ইং

সময়                  ঃ সকাল ১১.০০ ঘটিকা ।    

 

            উপস্থিত সদস্যবৃন্দের হাজিরাঃ পরিশিষ্ট ’’ক’’।

 

            সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরম্ন করেন এবং আলোচ্যসূচী অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনার জন্য অনুরোধ করেন ।  অতঃপর উপজেলা নির্বাহী অফিসার, ভূঞাপুর, সভায় উপস্থিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন এবং আলোচ্যসূচী অনুযায়ী সভা পরিচালনা করেন ।       

ক্রমিক নং

আলোচ্য বিষয়

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

১।

১নং আলোচ্য সূচীঃ  ২০১২-১৩ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) এর আওতায় ০৩টি বাসাবাড়ী মেরামত এবং ০৬টি ইউনিয়ন পর্যায়ে ১২টি স্কীমের কাজ বাসত্মবায়নের জন্য দরপত্র বিজ্ঞপ্তি নং-০২/২০১২-১৩ইং এবং দরপত্র বিজ্ঞপ্তি নং-০৩/২০১২-১৩ইং এর বিপরীতে প্রাপ্ত দরপত্র সমূহের উপর উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটির সভার সিদ্ধামত্ম অনুমোদন সম্পর্কে আলোচনাঃ

 

 

১।

উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১২-১৩ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) এর আওতায় দরপত্র বিজ্ঞপ্তি নং-০২/২০১২-১৩ইং এর বিপরীতে ০৩টি বাসাবাড়ী মেরামত এবং দরপত্র বিজ্ঞপ্তি নং-০৩/২০১২-১৩ইং এর বিপরীতে ০৬টি ইউনিয়ন পর্যায়ে ১২টি স্কীমের কাজ বাসত্মবায়নের জন্য দরপত্র আহবান করা হয়। প্রাপ্ত দরপত্রের সমূহের উপর ১৩-০৫-২০১৩ইং তারিখে অনুষ্ঠিত উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটির সভায় বিসত্মারিত আলোচনামেত্ম সকল দরপত্র একই দরে অর্থাৎ ৫% (শতকরা পাঁচ ভাগ)কমদরে দাখিল হওয়ায় বৈধ (Responsive)দরদাতাদের মধ্যে প্রকাশ্যে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচনের সিদ্ধামত্ম গৃহিত হয় এবং লটারীর মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়  যাহা অত্র সভার অনুমোদন প্রয়োজন।

উপজেলা দরপত্র মূল্যায়ন কমিটির সভার গৃহিত সিদ্ধামেত্মর উপর বিসত্মারিত আলোচনামেত্ম  অনুমোদনের সিদ্ধামত্ম সর্বসম্মতিক্রমে গৃহিত হলো এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল স্কীমের কাজ সুষ্ঠ ভাবে বাসত্মবায়নের জন্য উপজেলা প্রকৌশলী ভূঞাপুর,

টাঙ্গাইলকে অনুরোধ করা হলো।

১। চেয়ারম্যান

উপজেলা পরিষদ

 

২। উপজেলা নির্বাহী     

     অফিসার

 

৩। উপজেলা   

    প্রকৌশলী

 

চলমান পাতা-২


                                                                               (-২-)

 

 

            সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

 

 

 

(আলহাজ্ব মোঃ শামছুল হক তালুকদার)

চেয়ারম্যান,

উপজেলা পরিষদ,ভূঞাপুর

   ও

 সভাপতি

উপজেলা পরিষদ সভা

ভূঞাপুর,টাঙ্গাইল।

 

 

স্মারক নং-০৫.৩০.৯৩১৯.০০০.০৫৫১.২০১২-                                                          তারিখঃ

 

       সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ-

 

১। মাননীয় সংসদ সদস্য-১৩১, টাঙ্গাইল-২ । সদয় অবগতির জন্য।

২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। জেলা প্রশাসক, টাঙ্গাইল।

৪। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভূঞাপুর,টাঙ্গাইল।

৫। উপজেলা ........................................ কর্মকর্তা, ভূঞাপুর,টাঙ্গাইল।

৬। মেয়র, ভূঞাপুর পৌরসভা, ভূঞাপুর,টাঙ্গাইল।

৭। চেয়ারম্যান,............................. ইউপি(সকল), ভূঞাপুর,টাঙ্গাইল।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার

ভূঞাপুর,টাঙ্গাইল।

 

 

 

 


 

ক্রমিক নং

আলোচ্য বিষয়

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

২(ক)

উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১২-২০১৩ইং অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় ভূঞাপুর উপজেলায় ০৪(চার) কিসিত্মতে সর্বমোট ৬১,৩২,০০০/- টাকা বরাদ্দ পাওয়া যায়। তন্মধ্যে পিআইসি ও অন্যান্য প্রকল্পসহ সর্বমোট ১৮,৭৯,০০০/- টাকা বাদে ৪২,৫৩,০০০/- টাকা দরপত্র আহবান করা হয়েছে। আহবানকৃত দরপত্রের দরদাতাগন যদি ৫% নিমণদরে দরপত্র দাখিল করেন তাহলে ২,১২,৬৫০/- টাকা অব্যয়িত থাকবে। উক্ত অব্যয়িত অর্থ দ্বারা নিমেণ বর্ণিত ০৩টি প্রকল্প গ্রহনের জন্য সভায় প্রসত্মাব উপস্থাপন করেন। এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা করা হয় এবং সিদ্ধামত্ম মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হলো।

 

এডিপি প্রকল্পের দরপত্র দাতাগন কর্তৃক ৫%নিমণ দরে দরপত্র দাখিল করিলে

অব্যয়িত ২,১২,৬৫০/- টাকায়  নিমণ বর্ণিত ০৩টি প্রকল্প গ্রহন করার সিদ্ধামত্ম গৃহিত হয়।

১। চেয়ারম্যান

উপজেলা পরিষদ,

২। উপজেলা নির্বাহী অফিসার,

৩। উপজেলা প্রকৌশলী।

 

 

ক্রমিক নং

প্রকল্পের নাম

বরাদ্দকৃত টাকার পরিমাণ

মমত্মব্য

 

১।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বাসত্মবায়িত প্রকল্পের তদারকী ও আনুসাংগিক ব্যয়।

৬৪,৩৮৬/-

৬৪৩৮৬

২।

উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী দপ্তরের জন্য ০৩টি ডিজিটাল (উন্নত মানের) ক্যামেরা ক্রয়।

৭৫,০০০/-

৭৫০০০

৩।

উপজেলা পরিষদের সভাকÿÿর জন্য মাইক ও শব্দের প্রতিধ্বনি নিয়ন্ত্রণকরণ যন্ত্র ক্রয়।

৭৩,২৬৪/-

৭৩২৬৪

 

স্প্রে

১৬৬০/-

২,১২,৬৫০/-

 

 

ক্রমিক নং

আলোচ্য বিষয়

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

২(খ)

উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, ২০১২-১৩ইং অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) এর আওতায় গ্রহনকৃত ০৬টি ইউনিয়নের পিআইসির মাধ্যমে যে সকল প্রকল্প বাসত্মবায়ন করা হবে তার প্রকল্প কমিটি অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন। প্রকল্প কমিটি লইয়া বিসত্মারিত আলোচনা করা হয়। আলোচনামেত্ম এডিপির নীতিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়।

প্রকল্প কমিটি অনুমোদন করার সিদ্ধামত্ম গৃহিত হয়।

১। চেয়ারম্যান

উপজেলা পরিষদ,

২। উপজেলা নির্বাহী অফিসার,

৩। উপজেলা প্রকৌশলী।

 

 

 

 

 


 

ক্রমিক নং

আলোচ্য বিষয়

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

২(গ)

উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, উপজেলা পরিষদ উন্নয়ন অর্থে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার জন্য যে সমসত্ম প্রকল্প গ্রহন করা হয়েছে উক্ত প্রকল্পের কাজ দ্রম্নত বাসত্মবায়নের জন্য সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান মহোদয়গনকে সহায়তা করার জন্য অনুরোধ জানান। তিনি সভায় আরো জানান যে, গত ৩০-১২-২০১২ইং তারিখে সভায় গৃহিত (ক) অর্জুনা ইউনিয়নের জগৎপুরা মেজর আক্তারের বাড়ী হতে তারাকান্দি হাই ওয়ে রাসত্মা পাকা করন।

(খ) অর্জূনা পুর্বপাড়া মোজাম্মেলের বাড়ী হতে আয়ুবের বাড়ী পর্যমত্ম  রাসত্মা সিসি করন। (গ)ফলদা ইউনিয়নে পাছতেরিলস্না কেন্দ্রীয় জামে মসজিদের রাসত্মায় প্যালাসাইডিং করন। (ঘ) অলোয়া ইউনিয়নের আকালু নূরম্নজ্জামান মাষ্টারের বাড়ী হতে আকালু চর কয়ড়া মাদ্রাসা পর্যমত্ম রাসত্মা নির্মাণ। (ঙ) ফলদা ইউনিয়নে ধুবলিয়া জাবেদ মন্ডলের বাড়ী হতে ধুবলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের রাসত্মায় জাবেদ মন্ডলের বাড়ীর নিকট রাসত্মায় গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় খালের মধ্যে প্যালাসাইডিং করনের প্রয়োজন। (চ) গোবিন্দাসী ইউনিয়নে রম্নহুলী নৌকার মোড় হতে চর কয়ড়া রাসত্মায় ইমান আলীর বাড়ীর নিকট সেস্নাপ প্রোটেকশন দেওয়াল নির্মাণ করন। (ছ) কয়ড়া ধীরেন পালের বাড়ী হতে মোলস্নার মোড় পর্যমত্ম রাসত্মা পাকা করন। গত ২৮-০৩-২০১২ইং তারিখে  সভায় (জ)গোবিন্দাসী গরম্ন হাটে শেড নির্মাণের সিদ্ধামত্ম গৃহিত হওয়ার পরিপ্রেÿÿতে প্রাক্কলন তৈরীর সি্দ্ধামত্ম গৃহিত হয়। যার প্রাক্কলন প্রসত্মত্মত করা হয়েছে। প্রাক্কলন অনুমোদন করার জন্য তিনি সভায় অনুরোধ জানান।

(ক) অর্জুনা ইউনিয়নের জগৎপুরা মেজর আক্তারের বাড়ী হতে তারাকান্দি হাই ওয়ে রাসত্মা পাকা করন কাজের প্রাক্কলনের পরিমাণ=৫,০০,০০০/-

(খ) অর্জূনা পুর্বপাড়া মোজাম্মেলের বাড়ী হতে আয়ুবের বাড়ী পর্যমত্ম  রাসত্মা সিসি করন কাজের প্রাক্কলনের পরিমাণ=৩,০০,০০০/-

 

(গ)ফলদা ইউনিয়নে পাছতেরিলস্না কেন্দ্রীয় জামে মসজিদের রাসত্মায় প্যালাসাইডিং করন কাজের প্রাক্কলনের পরিমাণ=৭৫,০০০/-

 

(ঘ) অলোয়া ইউনিয়নের আকালু নূরম্নজ্জামান মাষ্টারের বাড়ী হতে আকালু চর কয়ড়া মাদ্রাসা পর্যমত্ম রাসত্মা নির্মাণ কাজের প্রাক্কলনের পরিমাণ=৭৫,০০০/-

 

(ঙ) ফলদা ইউনিয়নে ধুবলিয়া জাবেদ মন্ডলের বাড়ী হতে ধুবলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের রাসত্মায় জাবেদ মন্ডলের বাড়ীর নিকট রাসত্মায় গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় খালের মধ্যে প্যালাসাইডিং করন

কাজের প্রাক্কলনের পরিমাণ=৭০,০০০/-

 

(চ) গোবিন্দাসী ইউনিয়নে রম্নহুলী নৌকার মোড় হতে চর কয়ড়া রাসত্মায় ইমান আলীর বাড়ীর নিকট সেস্নাপ প্রোটেকশন দেওয়াল নির্মাণ করন কাজের প্রাক্কলনের পরিমাণ=৪৫,০০০/-

 

 (ছ) কয়ড়া ধীরেন পালের বাড়ী হতে মোলস্নার মোড় পর্যমত্ম রাসত্মা পাকা করন কাজের প্রাক্কলনের পরিমাণ=৫,০০,০০০/-

 

(জ)গোবিন্দাসী গরম্ন হাটে শেড নির্মাণ কাজের প্রাক্কলনের পরিমাণ=১৬,০০,০০০/-

(যাহা বাজার উন্নয়ন খাত হতে বাসত্মবায়নযোগ্য)