Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

উপজেলার পটভূমি: 

ভূঞাপুর টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। এর উত্তরে টাঙ্গাইল জেলার গোপালপুর ও জামালপুর জেলার সরিষাবাড়ী, পূর্বে টাঙ্গাইল জেলার গোপালপুর, ঘাটাইল ও কালিহাতি, দক্ষিণে কালিহাতি ও পশ্চিমে সিরাজগঞ্জ জেলা। ভূঞাপুর উপজেলা প্রায় ২৪°৩৫¢ ও ২৪°৩৫ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪৩¢ ও ৮৯°৫৪¢ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। টাঙ্গাইল জেলা সদর থেকে ভূঞাপুরের দুরত্ব প্রায় ২৭ কিলোমিটার। মোট আয়তন ১৩৪.৪৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ১, ৯০, ৯১০ জন। শিক্ষার হার শতকরা ৪৩ ভাগ। 

এককালে বৃহত্তর ময়মনসিংহ জেলার অংশ হিসাবে এ জনপদের গুরুত্ব কম ছিল না। ১৮৬৬ সালের পূর্ব পর্যন্ত সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলায় অধিভূক্ত থেকে ভূঞাপুরের সঙ্গে যুক্ত ছিল অথবা ভূঞাপুর অঞ্চল সিরাজগঞ্জের সীমারেখা ভূক্ত ছিল। ১৮৬৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ থানা ময়মনসিংহ জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

১৯৭৪ সালের ৭ আগস্ট গোপালপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ভূঞাপুর স্বতন্ত্র থানার মর্যাদা লাভ করে। ১৯৮৩ সালের ২৪ মার্চ ভূঞাপুরকে উপজেলা ঘোষণা করা হয়। ১৯৯৪ সালের ২০ মার্চ ভূঞাপুরে পৌরসভা স্থাপিত হয়। বর্তমানে ভূঞাপুর একটি পরিচ্ছন্ন জনবহুল ও কর্মচঞ্চল পৌর শহর। 

১৯৮৩ সালে ২৪ মার্চ তৎকালীন সেনা প্রশাসকের স্ত্রী মিসেস মিলি রহমান ভূঞাপুর উপজেলাকে উপজেলা ঘোষণা করেন।

উপজেলায় মোট ইউনিয়ন ৬টি ও  পৌরসভা ১টি।